কর্মবিরতির সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটলেন আইনজীবীরা। সোমবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বার কাউন্সিল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আইনজীবী সংশোধনী খসড়া বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিচারের কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। রবিবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বার কাউন্সিল জানিয়েছে, আপাতত ওই সিদ্ধান্ত স্থগিত রাখল হল। স্বাভাবিক নিয়মেই চলবে বিচারের কাজ।
কেন্দ্রের আইনজীবী (অ্যাডভোকেট) সংশোধিত বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানান আইনজীবীরা। সম্প্রতি ওই বিলের খসড়া পেশের কথা জানায় মোদী সরকার। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আইনজীবীদের একাংশ কর্মবিরতির ডাক দেয়। ওই বিলের সমালোচনা করে রাজ্য বার কাউন্সিল। গত সপ্তাহে তারা জানিয়েছিল, পশ্চিমবঙ্গের সব আদালতে ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে চলবে আইনজীবীদের কর্মবিরতি। রবিবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রাজ্য বার কাউন্সিল। তারা জানায়, কেন্দ্র বার কাউন্সিলের সঙ্গে বৈঠক হয়েছে। কেন্দ্র এবং আইনমন্ত্রক ওই বিষয়ে বিশদে আরও আলোচনার কথা জানিয়েছে। তাই আপাতত পূর্ব ঘোষিত কর্মসূচি মুলতুবি থাকবে।
শুধু পশ্চিমবঙ্গ নয় বিরোধী শাসিত অনেক রাজ্যের বার কাউন্সিল আইনজীবী সংশোধনী বিলের বিরোধিতা করে। বিজেপি শাসিত রাজ্যের আইনজীবীদের মধ্যেও ওই বিল নিয়ে অসন্তোষ রয়েছে। তাঁদের বক্তব্য, ওই বিল আইন পরিণত হলে স্বাধীন ভাবে মামলা করার ক্ষেত্রে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হবেন। সব পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা না করে একতরফা ভাবে ওই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। অন্য দিকে, কেন্দ্রের আইন মন্ত্রক জানিয়েছ, ওই বিল নতুন করে আলোচনার জন্য আনা হবে। রাজ্য বার কাউন্সিলের এক সদস্যের কথায়, ‘‘ওই বিল নিয়ে পদক্ষেপ না করার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন করে খসড়া বিল প্রকাশিত হবে। তার পরেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।’’