• মমতাকে ‘নিগ্রহ’ স্মরণে রাখতে পলাশের সারি বসবে হাজরায়
    আনন্দবাজার | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত রাস্তার দু’পাশ সাজানো হবে পলাশ গাছের সারিতে! খোদ মুখ্যমন্ত্রী নিজেই এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। আগামী বর্ষায়, অর্থাৎ জুন-জুলাই মাসে হাজরা মোড়ের যতীন দাস পার্ক থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত হাজরা রোডের দু’পাশে মোট ১২০টি পলাশ গাছ লাগাবে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ।

    পুরসভা সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সাইবার সেলের তরফে গত ১ জানুয়ারি কলকাতা পুরসভার কমিশনারকে একটি ইমেল করা হয়। সেটি পাঠান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাইবার শাখার সদস্য সৌবীরকুমার বন্দ্যোপাধ্যায়। তাতে পুর কমিশনারকে সৌবীর লেখেন, ১৯৯০ সালের ১৬ অগস্ট দলের জন্য একটি স্মরণীয় দিন। তদানীন্তন যুব কংগ্রেস নেত্রী মমতা বাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদে হাজরা মোড়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেই দিন জনাকয়েক যুবক তাঁর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। লাঠির আঘাতে গুরুতর আহত মমতা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তৃণমূলের সাইবার শাখার সদস্য এবং অপরাধ বিজ্ঞানী সৌবীর বলেন, ‘‘দলের তরফে ওই দিনটি এ বছর থেকে ‘আত্মদর্শন দিবস’ হিসাবে পালন করা হবে।’’

    সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই ১৯৯০-এর ১৬ অগস্ট দিনটি স্মরণে রাখতে হাজরা রোডের দু’পাশে পলাশ গাছ বসানো হবে। সৌবীরের কথায়, ‘‘বিষয়টি নিয়ে গত এক বছর ধরে আলোচনা চলছে। সামনের পরিবেশ দিবসে আনুষ্ঠানিক ভাবে পলাশ গাছ রোপণ শুরু করা হবে।’’ পুরসভা সূত্রের খবর, আগামী ১৬ অগস্ট ‘আত্মদর্শন দিবস’ উপলক্ষে বড় আকারের একটি পলাশ গাছ অন্য কোথাও থেকে তুলে এনে যতীন দাস পার্কে রোপণ করা হবে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে খবর।

    হাজরা মোড়ে ভারতের দুই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি রয়েছে। তৃণমূল সূত্রের খবর, ওই দু’টি মূর্তির পাশে সে দিন মমতার সম্মানে একটি ফলক বসানোর পরিকল্পনা রয়েছে। পুরসভা সূত্রের খবর, হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত হাজরা রোডের দু’পাশে কী ভাবে পলাশ গাছ লাগানো হবে, সে বিষয়ে পুরসভার উদ্যান বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ২৮ জানুয়ারি বৈঠক করেন সৌবীর। এ নিয়ে এক প্রস্ত সমীক্ষার কাজ শেষ করেছেন উদ্যান বিভাগের উদ্যানপালকেরা। সৌবীর জানান, মাঝে তিন মাস বাকি। পলাশ গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়িত করতে ফের পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

  • Link to this news (আনন্দবাজার)