সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়া, জলঙ্গির পর এবার ডোমকল। রবিবার ভোররাতে ডোমকলের রায়পুরের সোনার দোকানে দুঃসাহসিক চুরি। বাড়ির বারান্দার দরজায় তালা ঝুলিয়ে ব্যবসায়ীকে গৃহবন্দি করে বাড়ি লাগোয়া সোনার দোকানের পেছনের দরজা দিয়ে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চিন্ময় মণ্ডলের দাবি, প্রায় কুড়ি লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা চুরি গিয়েছে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়পুর লক্ষ্মীতলা মোড়ে মালিকের বাড়ি লাগোয়া ওই সোনার দোকানটি। ব্যবসায়ীর দাবি, স্থানীয় অনেকের বন্ধকি সোনার অলঙ্কার ছাড়াও বিক্রির সোনা ও নগদ লক্ষাধিক টাকা রাখা ছিল। রবিবার ভোর আড়াইটে নাগাদ চুরি হয়। রবিবার সকালে উঠে তিনি দেখেন, বাড়ির বারান্দার দরজার সদর দিকে তালা ঝোলানো। এরপরে সামনে তাকাতেই দেখেন দোকানের পেছনে অর্থাৎ বাড়ির দিকে যে দরজা রয়েছে তা ভেজানো। তৎক্ষণাৎ তিনি ছাদ দিয়ে নেমে দোকানে ঢুকে দেখেন, ভিতরে সব লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। খোয়া গিয়েছে নগদ লক্ষাধিক টাকা। দোকানে রাখা গ্রাহকদের বন্ধকি সোনাও চুরি গিয়েছে। খবর দেওয়া হয় পুলিসকে। ব্যবসায়ীর আরও দাবি, দোকানে ঢোকার দু’টি পথ রয়েছে। একটি সদরের দিকে, যেদিকে শাটার রয়েছে। আরেকটি দোকানের পেছনের দিকে, যেটি বাড়ির ভিতরে আসা-যাওয়ার জন্য। দোকানের সদর দিকের অংশে শাটার ও লোহার গ্রিল থাকলেও পেছনের দিকে শুধুমাত্র একটি লোহার গেট রয়েছে। দুষ্কৃতীরা পাঁচিল বেয়ে বাড়িতে ঢোকার পর সতর্কতার জন্য বারান্দার গেটে তালা ঝুলিয়ে দেয়। এরপরে বাড়ির দিকের অংশের দরজার তালা খুলে কোনওভাবে দোকানে প্রবেশ করে। দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মুখ ঢাকা অবস্থায় একজন দোকানে প্রবেশ করছে। এরপর থেকেই সিসি টিভির হার্ডডিস্কে দোকানের আর কোনও ফুটেজ নেই। হতে পারে দুষ্কৃতীরা দোকানে ঢোকার পরেই সিসি ক্যামেরার তার খুলে দিয়েছিল। ব্যবসায়ী চিন্ময় মণ্ডল বলেন, আমার দোকানে অনেকের বন্ধকি সোনা রয়েছে। সুদের ওপরে অনেকে আমার কাছে সোনা বন্ধক দিয়ে থাকে। এইরকম প্রায় ৭০ থেকে ৮০ জনের সোনার গয়না ছিল। এছাড়াও বিক্রির জন্য সোনার অলঙ্কার ছিল। সবমিলিয়ে দোকান থেকে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার সোনা চুরি গিয়েছে। সঙ্গে ড্রয়ারে থাকা লক্ষাধিক নগদ টাকাও চুরি গিয়েছে। দিন কয়েক ধরে সোনার দোকানের পাশেই আমার কাপড়ের দোকানে সেল চলছিল। বেশ ভিড় হয়েছিল। তখনই কেউ ছক কষেছিল কি না বুঝে উঠতে পারছি না। এদিকে মাত্র তিনমাসের মধ্যেই ডোমকল মহকুমায় চারটি সোনার দোকানে চুরির ঘটনায় সোনার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত ডিসেম্বরেই ডোমকলের ভগীরথপুরে, তার সপ্তাহ কয়েক পরেই সাগরপাড়ায়, দিন কয়েক আগে জলঙ্গিতে সোনার দোকানে ডাকাতি হয়েছে। এতেই কার্যত আতঙ্কে রয়েছে স্বর্ণ ব্যবসায়ী মহল। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদক স্বপনকুমার ভট্টাচার্য বলেন, দাম চড়তে থাকায় এমনিতেই সোনার ব্যবসায় মন্দা চলছে। তার ওপরে এভাবে ঘন ঘন চুরি, ডাকাতি হলে তো মহা সমস্যা। প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। -নিজস্ব চিত্র