• ট্রেজারি ভবনের দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে বালুচরির আঁচল
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে বালুচরি শাড়ির আঁচলের আদলে সেজে উঠছে মহকুমা ট্রেজারি ভবন। কয়েকদিন ধরে বিষ্ণুপুরের শিল্পী সজল কাইতির রঙ তুলিতে ভবনের দেওয়ালে ফুটে উঠেছে শাড়ির আঁচল। মহকুমা শাসকের অফিসের কাছে ট্রেজারি ভবনের দেওয়ালে এমন ছবি নজর কাড়ছে পথচারীদের। বাহবা দিচ্ছেন শিল্পীকে। সাধুবাদ জানাচ্ছেন মহকুমা প্রশাসনকে। 


    বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, ট্রেজারি ভবনটি বেহাল হয়ে পড়েছিল। তা নতুন করে সংস্কারের কাজ চলছে। ভিতরে এবং বাইরে নতুন করে রঙ করা হয়েছে। ভবনটি বিষ্ণুপুর শহরের প্রধান রাস্তার ধারে অবস্থিত। পথচলতি মানুষের চোখে পড়ে। তাছাড়া বিষ্ণুপুরে সারাবছরই বাইরে পর্যটকের আনাগোনা লেগে থাকে। সেজন্য ভবনের দেওয়াল সুন্দর করে সাজানো হচ্ছে। তাঁদের কাছে ঐতিহ্যমণ্ডিত বালুচরি শাড়িকে তুলে ধরতে দেওয়ালে ছবি আঁকা হচ্ছে। 


    শিল্পী সজল কাইতি বলেন, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ট্রেজারি বিল্ডিংটিকে সাজানোর পরিকল্পনা হয়। সেই মতো বিষ্ণুপুরের বালুচরিকে দেওয়ালজুড়ে পাকাপাকিভাবে তুলে ধরার সিদ্ধান্ত হয়। মহকুমা শাসক নিজেও এব্যাপারে প্রস্তাব দেন। সেই মতো বালুচরির আঁচল ও পাড়ে যে কলকা থাকে, তারই অনুরূপ ছবি বড় আকারে তুলে ধরা হচ্ছে। শিল্পী দোতলার পূর্ব প্রান্তের দেওয়ালে বালুচরির কলকা আঁকা শুরু করেছেন। দূর থেকে অবিকল একটি শাড়ির আঁচল মনে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বালুচরির প্রচার করা হয়। অনেক সময় বড় বড় ফেস্টুনেও মুড়ে ফেলা হয়। কিন্তু কয়েক মাস পরে তা নষ্ট হয়ে যায়। কিন্তু একটি দেওয়ালে তা আঁকার মাধ্যমে তুলে ধরা হলে তা স্থায়ীভাবে থেকে যাবে। বিষ্ণুপুর শহরে এর আগেও বিভিন্ন স্কুল ও সরকারি দেওয়াল নানা ছবিতে সাজানো হয়েছে। এবারে শহরের প্রধান রাস্তার ধারে মহকুমা ট্রেজারি ভবন ছবির মাধ্যমে বালুচরি শাড়ির আঁচলে মোড়া হচ্ছে। এতে নাগরিকরা খুশি হয়েছেন। পর্যটকদের কাছেও তা বেশ আকর্ষণীয় লাগছে।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)