• নারায়ণগড়ে চিকিৎসক সংগঠনের সম্মেলন
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা বেলদা: গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ রুরাল মেডিক্যাল প্র্যাকটিসোনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নারায়ণগড় ব্লকের ১৩তম ব্লক সম্মেলন আয়োজিত হল রবিবার। এদিন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন দুলালচন্দ্র দে। উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, চিকিৎসক যোগেন বেরা প্রমুখ। সংগঠনের সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসে আমাদের এই গ্রামীণ চিকিৎসকরা। আর তাঁদের একই ছাদের তলায় নিয়ে এসে বিভিন্ন এলাকায় পঞ্চায়েতগতভাবে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে তোলার চেষ্টা করছি। সম্পাদক দেবাশিস বেরা বলেন, আমরা চাই রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়াক ও যেভাবে আমরা গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি, আমাদের সেই বিষয়ে আরও বেশি করে সহযোগিতা করুক।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)