কাটোয়ায় নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট খাবারই খাওয়াতে হবে পথ কুকুরদের, নির্দেশ
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: পথ কুকুরকে খাওয়াতে গেলে পুরসভার নির্দিষ্ট জায়গাতেই খাওয়াতে হবে। এমনকী কী কী খাবার খাওয়ানো যাবে তারও তালিকা করে দেওয়া হয়েছে। এমনই নির্দেশিকা রাজ্যের প্রতিটি পুরসভাকে পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। নির্দেশ মেনে কাটোয়া শহরে ২০টি জায়গাকে পথ কুকুরদের খাওয়ানোর জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব জায়গাগুলিতে সুডার গাইডলাইন দেওয়া বিজ্ঞপ্তি ফ্লেক্স আকারে টাঙিয়ে দেওয়া হয়েছে। রবিবার কাটোয়া শহরের সব ওয়ার্ডে পথ কুকুরদের খাওয়ানোর নির্দিষ্ট জায়গায় ওই ফ্লেক্স টাঙানো হয়েছে।
কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, নির্দিষ্ট জায়গাতেই পথ কুকুরদের খাওয়াতে হবে। নির্দেশ না মানলে পদক্ষেপ করতে পারে পুরসভা। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক পশুপ্রেমী যুবকের সঙ্গে পথ কুকুরকে খাওয়ানো নিয়ে তাঁর প্রতিবেশীর সংঘাত বাধে। তা আদালত পর্যন্ত গড়ায়। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছিল, পথ কুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে সামাজিক সমস্যা বাড়ছে। ফৌজদারি মামলাও বাড়ছে। তাই এই সমস্যা সমাধানে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে। রাজ্যের তরফেও আদালতে জানানো হয়েছে, সব পথ কুকুরদের সুরক্ষায় এসওপি তৈরি করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্যের সমস্ত পুরসভাকে দ্রুত পাঠানো হচ্ছে সেই এসওপি। নির্দেশ অনুযায়ী পথ কুকুরদের খাওয়ানোর সময় সকাল ৭টার আগে ও সন্ধ্যে ৭টার পরে। তাও আবার দু’ ঘণ্টার জন্য। খাবার তালিকায় থাকছে ভাত, রুটি, মাংস, সেদ্ধ আলু, রান্না করা উপযোগী খাবার, প্যাকেটজাত খাবার। তবে অবশ্যই চকোলেট, দুগ্ধজাত খাবার, মিষ্টিজাতীয় খাবার দেওয়া যাবে না। ‘বায়ো ডিগ্রেডেবল’ প্লেটে খাবার দেওয়া বাধ্যতামূলক। খাওয়ানোর আগে ও পরে নির্দিষ্ট এলাকা পরিষ্কার করতে হবে। এও বলা হয়েছে পশুপ্রেমী বা পরিচর্যাকারীদের কেউ নিষেধ করবেন না বা তাঁদের হয়রানি করবেন না। কেউ প্রতিরোধ করবেন না, সহযোগিতা করতে পারেন। কাটোয়া শহরে বহু পশুপ্রেমী যুবক-যুবতী পথ কুকুরদের খাওয়ান। তা নিয়ে তাঁদের অনেকের সঙ্গেই পাড়া প্রতিবেশীদের অল্পবিস্তর ঝামেলা হয়। অনেকেই আবার চায়ের দোকানেও বিস্কুট খাওয়ান বিপজ্জনক ভাবে। তাতে অনেক মানুষ বিরক্ত হন। দোকানের সামনে নোংরা করা হয় বলে অভিযোগ। কেউ কেউ নালিশ করছেন, কুকুরদের খাওয়ানোর এমন অভ্যাস তৈরি হয়েছে যে, কেউ প্যাকেট নিয়ে, বাইক নিয়ে গেলেই তাঁকে তাড়া করে কামড়াচ্ছে। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। পুরসভার দাবি, শহরকে কোনও ভাবেই নোংরা করা যাবে না। এটা কেন্দ্রীয় সরকারের নির্দেশ। -নিজস্ব চিত্র