ফরাক্কায় জাতীয় সড়কে কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, জঙ্গিপুর: প্রায় এক কেজি হেরোইন সহ তিন পাচারকারীকে পাকড়াও করেছে রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার রাতে ফরাক্কা বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে এসটিএফ তিন যুবককে আটক করে। তাদের কাছ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়। তাদের ফরাক্কা থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের নাম মহম্মদ ফরমান, আলতাফ আলম ও মহম্মদ আজিজ। তাদের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। এত বিপুল পরিমাণে হেরোইন নিয়ে তারা কোথায় যাচ্ছিল-তা পুলিস খতিয়ে দেখছে। সরকারি আইনজীবী রাতুল বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
ফরাক্কা থানার এক আধিকারিক বলেন, এসটিএফ পুরো অপারেশনটা চালিয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা হবে। আর কে বা কারা এই মাদকচক্রের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে।
পুলিস জানিয়েছে, রবিবার ভোরে ফরাক্কা বাসস্ট্যান্ডে বাস থেকে নামে তিন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিল এসটিএফ। তিন যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে হেরোইন উদ্ধার হয়। ওই হেরোইন প্লাস্টিকের প্যাকেটে মোড়া ছিল। অসমের গুয়াহাটি থেকে ওই হেরোইন আমদানি হয়েছে। তা ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখান থেকে সুযোগমতো অন্যত্র পাচার হতো। পুলিসের প্রাথমিক জেরায় ধৃতরা এমনটাই স্বীকার করেছে।
প্রায় দু’মাস আগে রঘুনাথগঞ্জের ধনপতনগরে তল্লাশি চালিয়ে দুই হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিস। একটি বাইকে চেপে দুই পাচারকারী ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে ১০০গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়। কিন্তু এবার তার চেয়ে অনেক বেশি পরিমাণ হেরোইন উদ্ধারে উদ্বিগ্ন গোয়েন্দারা।