দিনভর হুল্লোড়, হ্যাপি স্ট্রিটে মাতোয়ারা আট থেকে আশি
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কচিকাঁচার হামাগুড়ি থেকে নৃত্য। সেলফি সার্কেল থেকে মিকি মাউস। পুতুল নাচ থেকে পোষ্যের প্রদর্শনী। ব্যান্ডের তালে সঙ্গীত থেকে ফাস্ট ফুড। এমনকী, ভারত-পাকিস্তানের হাই ভোলটেজ ক্রিকেট ম্যাচের প্রদর্শনী। রবিবার সাপ্তাহিক ছুটির দিন শিলিগুড়ির ‘হ্যাপি স্ট্রিটে’ এমন ঢের খুশির ডালি হাজির করেছিল প্রশাসন। উৎসবের নাম— তরাই হিমালয়ান ফেস্টিভাল। দিনভর হুল্লোড়ে মাতে এক থেকে আশি।
দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, শিলিগুড়ি পুলিস কমিশনারেট, পুরসভা ও মহকুমা পরিষদের সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন। এতে স্থানীয় ভৌগোলিক বৈচিত্র ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলির মধ্যে হিলকার্ট রোড অন্যতম। এদিন এই রাস্তার সেভক মোড় থেকে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত অংশে গড়ে তোলা হয়েছিল হ্যাপি স্ট্রিট। এই অংশের দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার। সাজিয়ে তোলা হয়েছিল আলপোনা, বাহারি এলইডি লাইটের চেন এবং অসংখ্য স্টলে। সঙ্গে বেশ কয়েকটি ছোট ছোট মঞ্চ ও র্যাম্প। বেলা ১২টা নাগাদ মহাত্মা গান্ধী মোড়ের মূলমঞ্চ থেকে নীল-সাদা বেলু উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরু হয়ে যায় উন্মাদনা।
দিনভর আবহাওয়া মনোরম থাকায় অনুষ্ঠান শুরুর আগেই জমায়েত হন পাহাড় ও সমতলের বাসিন্দারা। কারও কোলে খুদে, কারও হাতে পোষ্য। অনুষ্ঠান উদ্বোধনের পরই মূলমঞ্চের কাছে র্যাম্পে হয় ৩০ জন খুদেকে নিয়ে হামাগুড়ি প্রতিযোগিতা। যাদের বয়স এক থেকে দু’বছর। পাশেই হেঁটেছে ‘রেডপন্ডা’ ও পোকেমন কার্টুনের ‘পিকাচু’। তাদের গায়ে হাত বোলায় কচিকাঁচারা। তারাও মিশে যায় ভিড়ে। সংশ্লিষ্ট দু’টি ম্যাসকটের সঙ্গেই ছিল ‘রণপা’। বিশাল লম্বা। খুদেদের কেউ কেউ বাবা’র ঘাড়ে চেপে রণপার সঙ্গে হাত মেলায়।