• মাটিগাড়ায় নতুন বালাসন সেতু দিয়ে যান চলাচল শুরু
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় তিন বছর আগে ভারী বৃষ্টিপাতের ফলে বসে গিয়েছিল শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর একাংশ। এরপরই  নতুন করে আর একটি সেতু তৈরির কাজে হাত দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সম্প্রতি এই নতুন সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। নতুন সেতু চালু হওয়ায় স্বস্তিবোধ করছেন শিলিগুড়ি শহর ও মহকুমার বাসিন্দারা। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর পাহাড় এবং সমতলে একনাগাড়ে বৃষ্টির জেরে মাটিগাড়ার বালাসন সেতুর একটি পিলার বসে যায়। তারপর যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করে ফের সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল। সেতুর নীচ দিয়ে একটি ডাইভারসন তৈরি করেও যাতয়াত শুরু হয়েছিল। কিন্তু পরে জলের তোড়ে হিউম পাইপ সহ ডাইভারসনটি ভেসে যায়। বড় বাস ও লরিগুলি ঘুরপথে চলাচল করত। বর্তমানে নতুন সেতু সকলের জন্য খুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)