মঙ্গলবাড়ির মহানন্দার প্রধান ঘাট যেন অলিখিত ডাম্পিং গ্রাউন্ড
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ির মহানন্দা নদীর প্রধান ঘাট যেন অলিখিত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। অভিযোগ, স্থানীয় মানুষের একাংশ নদীতে স্নান, শ্রাদ্ধ সহ বিভিন্ন কাজে এসে পুজোর সামগ্রী সহ বিভিন্ন মাটির জিনিস ফেলে নোংরা করে দিচ্ছেন। অনেক বাড়ির সদস্যরা প্রতিমা বিসর্জন করতে এসেও নদীর ঘাটে কাঠামো ফেলে দিচ্ছেন। পুরসভা দীর্ঘদিন সেগুলি পরিষ্কার না করার ফলে আবর্জনার স্তূপ হয়েছে। এখন ওই ঘাটে শহরের বাসিন্দাদের স্নান করতে সমস্যা হচ্ছে। এদিকে ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। ওই দিন কয়েকটি ওয়ার্ড এবং গ্রামীণ এলাকার নলডুবি এলাকা থেকে প্রচুর পুণ্যার্থী ওই ঘাটে স্নান করতে আসেন। সাফাই না হলে তাঁরা সমস্যায় পড়বেন দাবি করে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিন মহানন্দার ঘাটে স্নান করতে এসেছিলেন শহরের বাসিন্দা রনি লাহা। বলেন, মূল ঘাটের অবস্থা একেবারেই ভালো নেই। দূর থেকে দেখলে নামতে ইচ্ছে করবে না। এখন প্রতিমা বিসর্জনের ঘাট পরিণত হয়েছে। ইচ্ছেমতো নোংরা ফেলে দিচ্ছে অনেকে। এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। নিয়ম করে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার পর দ্রুত সরিয়ে ফেলা উচিত। শহরের নগর মণ্ডলের সভানেত্রী তথা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী রায় বলেন, সরকারি অর্থে সিঁড়িঘাট হয়েছে। সেই ঘাট অবশ্যই পরিষ্কার করা উচিত। আমরা আগামী দিনে পুরসভাকে বিষয়টি জানাব।
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। নিজস্ব চিত্র