দ্রুতগতিতে চলছে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ক্লাব হাউস তৈরি করার কাজ
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ আমলে কোচবিহারের খেলাধুলোর উৎকর্ষ সর্বজনবিদিত। কিন্তু বর্তমানে কোচবিহারে এমন কোনও মাঠ বা স্টেডিয়াম নেই যেখানে রাজ্য ও জাতীয় স্তরের ক্রিকেট, ফুটবল খেলার আসর বসতে পারে। কারণ, কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে কোনও ক্লাব হাউস গড়ে ওঠেনি। এবার সেই অভাব পূরণ হতে চলেছে। রাজবাড়ি স্টেডিয়ামের অন্দরে গড়ে তোলা হচ্ছে তিন তলা ক্লাব হাউস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এই ক্লাব হাউসটি নির্মাণের কাজ শুরু হয়েছে। এজন্য খরচ হবে দেড় কোটি টাকা।
কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এই কাজের সূচনা করেন। কিন্তু নানা কারণে কাজটি কিছুদিন ঢিমেতালে চলার পর এখন গতি পেয়েছে। আর সেই কারণেই কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা আশায় বুক বাঁধতে শুরু করেছে যে, এবার হয়তো জেলা খেলাধুলোয় রাজ আমলের গৌরব ফিরে পাবে। কোচবিহারেই বসবে রাজ্য ও জাতীয়স্তরের ক্রিকেট ফুটবলের আসর। আর ক্লাব হাউসটি দেখতে হবে দক্ষিণ আফ্রিকার একটি খেলার মাঠের আদলে।
কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত বলেন, রাজবাড়ি স্টেডিয়ামে ক্লাব হাউস নির্মাণের কাজ এখন দ্রুতগতিতে চলছে। আশা করছি, কয়েক মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। আর এটা শেষ হলেই যে কোনও বড় মাপের ক্রিকেট বা ফুটবলের আসর এখানে বসানো সম্ভব হবে। আমরাও এখানে খেলার আসর বসানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন করতে পারব। আমরা খুবই আশাবাদী যে এই নির্মাণের কাজ খুব দ্রুত শেষ হবে।
কী কী থাকবে এই ক্লাব হাউসে? জানা গিয়েছে, এখানে দু’টি প্যাভিলিয়ন তৈরি হবে। থাকবে ড্রেসিং রুম, চেঞ্জিং রুম। বিশিষ্ট ব্যক্তি ও সংবাদমাধ্যমের জন্য থাকবে বসার জায়গা। ৫০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া ক্লাব হাউসটি নির্মাণের কাজও বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। নিজস্ব চিত্র।