সংবাদদাতা, ময়নাগুড়ি: বাড়িতে ছিলেন না বাবা-মা। একাই ছিল নবম শ্রেণির ছাত্রী। জমিতে কাজ সেড়ে বাড়ি এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেন বাবা। রবিবার ময়নাগুড়ির সাপটিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
মৃত স্কুল ছাত্রীর কাকা বলেন, রবিবার দুপুর তিনটে নাগাদ ওর টিউশনে যাওয়ার কথা ছিল। আমি বলেছিলাম দুটার সময় নিয়ে যাব। এরপরে আর কোনও কথা হয়নি। ওর মা বাড়ির পাশে পুজো দিতে গিয়েছিলেন। কৃষি জমিতে গিয়েছিল বাবা। বাড়িতে বৃদ্ধ ঠাকুমা রয়েছে। ঘরে একাই ছিল ভাস্তি। ওর বাবা প্রথম তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কী কারণে এমনটা করল আমরা বুঝতে পারছি না।