• শিলিগুড়িতে রাস্তা থেকে ভবঘুরেকে উদ্ধার পুলিসের
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুলিসের বিরুদ্ধে ‘ট্রিগার হ্যাপি’ স্লোগান অনেক পুরনো। ইদানিং তাদের বিরুদ্ধে যুক্ত হয়েছে তোলাবাজি ও দাদাগিরির অভিযোগ। এবার সেই পুলিসের মানবিকমুখ দেখল শিলিগুড়ি। রবিবার ভক্তিনগর থানার পুলিস সেভক রোড থেকে এক ভবঘুরেকে উদ্ধার করে। থানা সূত্রে জানা গিয়েছে, ওই ভবঘুরের বয়স প্রায় ৮০ বছর। এদিন সকালে রাস্তার পাশে তিনি অসুস্থ অবস্থায় পড়েছিলেন। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ভবঘুরেকে উদ্ধার করে পুলিস। তাঁর প্রাথমিক চিকিৎসাও করায়। তাঁর পরিবারের খোঁজ চলছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা দেওয়া পুলিসের কাজ। সেজন্যই ওই বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)