• ঝোড়ো হাওয়ার দাপটে ভাঙল পাকরিগুড়ি নাকা পয়েন্টের ঘর
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: শনিবার রাতে ঝড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টের একটি ঘর। রবিবার ওই ঘরটি মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। সেসময় হাওয়ার দাপটে অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টের ওই ঘরটি ভেঙে পড়ে যায়। যদিও এতে কেউ হতাহত হয়নি। রবিবার ঘরটি পরিদর্শন করেন বারোবিশা পুলিস ফাঁড়ির ওসি সুব্রত সরকার। এরপর পুলিসের পক্ষ থেকেই মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে ঘরটি।  
  • Link to this news (বর্তমান)