• বাতাবাড়ি চা বাগানের ফ্যাক্টরি লাইনে রাস্তার কাজের সূচনা
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার বিকেলে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ফ্যাক্টরি লাইনে কংক্রিটের রাস্তার কাজ শুরু হল। ওই কাজের সূচনা করেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান। উপস্থিত ছিলেন মাটিয়ালি বাতাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত  প্রধান দীপা মিঝার, উপ প্রধান ইগনিস টিজ্ঞা, এলাকার পঞ্চায়েত সদস্য কৃষ্ণা মাহালি সহ অন্যরা। অগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর থেকে ৩০০ মিটার কংক্রিটের ওই রাস্তার জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার কাজ শেষ হলে যাতায়াতের সমস্যা মিটবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। 
  • Link to this news (বর্তমান)