সংবাদদাতা, ময়নাগুড়ি: কুম্ভমেলা থেকে জল ও মাটি এল ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে। রবিবার জল্পেশে পুরোহিত পুজো করে সেই জল ও মাটি মন্দির সংলগ্ন পুকুর অর্থাৎ স্বর্ণকুণ্ডে মিশিয়ে দেন। মন্দির কমিটি জানিয়েছে, ২৬ তারিখ থেকে জল্পেশ মেলা শুরু হচ্ছে। ২৬ এবং ২৭ দু’দিন কুম্ভযোগ রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মেলার সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মত এ বছরেও কড়া নিরাপত্তা থাকছে। গত বছরের মতো এ বছরেও বেশ কিছু ওয়াচটাওয়ার থাকছে। মেলা দশ দিন চলবে। মেলায় সাদা পোশাকে পুলিস মোতায়েন থাকবে। মন্দির প্রাঙ্গণেও প্রশাসন থাকবে। মন্দির কমিটির পক্ষ থেকেও থাকবে একশোর উপর ভলান্টিয়ার। স্বর্ণকুণ্ডে সিভিল ডিফেন্স থাকবে। সমগ্র মন্দির এবং মেলা প্রাঙ্গণ সিসিক্যামেরায় মুড়ে দেওয়া হচ্ছে। মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, এবার দুদিন কুম্ভযোগ রয়েছে। আমাদের এজেন্সি মারফত কুম্ভ থেকে জল ও মাটি এসেছে। রবিবার বিশেষ পুজো করা হয়েছে। এরপর আমাদের পুকুর তা মিশিয়ে দেওয়া হয়েছে। আসন্ন মেলাকে কেন্দ্র করে আমাদের তৎপরতা তুঙ্গে। আইসি সুবল ঘোষ বলেন, মেলায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখছি।