সংবাদদাতা, কাকদ্বীপ: কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে কাকদ্বীপের একটি পান মার্কেটে হল পানচাষি ও আড়তদারদের নিয়ে সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক যোগরঞ্জন হালদার, সমীরকুমার জানা, মন্টুরাম পাখিরা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন শিবিরে কাকদ্বীপ মহকুমার ও কুলপি ব্লকের কয়েকশো পানচাষি ও আড়তদাররা উপস্থিত ছিলেন। মূলত পানের গোছ নিয়ে কৃষকদের সচেতন করতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এবিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, আগামী দিনে পানচাষকে বাঁচিয়ে রাখতে হলে সব পানচাষিকে একত্রিত হতে হবে। পান বিক্রির সময় গোছের সংখ্যা নিয়ে কৃষক ও আড়তদারদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। সেই সমস্যা এখন অনেকটাই মিটে গিয়েছে। সবার সম্মতিক্রমে এখন থেকে গোছে ৭০টি করে পান দেওয়া হবে। এই বিষয়ে সকল পানচাষিদের সচেতন করতে হবে।