• লিগ্যাল সার্ভিস সেন্টারের সম্মেলন
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত হল লিগ্যাল সার্ভিস সেন্টারের দু’দিন ব্যাপী চতুর্থ সম্মেলন। কলকাতা হাইকোর্ট সহ সারা রাজ্যের বিভিন্ন আদালতের উকিল, ল’ ক্লার্ক, আইন পড়ুয়া সহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়েছিলেন সম্মেলনে। বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি ও রাজ্যপাল শ্যামল সেন প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জন প্রতিনিধি। সম্মেলন থেকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে প্রাক্তন বিচারপতি এস পি তালুকদার ও কার্তিককুমার রায়। ৪২ জনের কমিটি গঠিত হয়। 
  • Link to this news (বর্তমান)