• কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মোহনপুর থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভজিৎ মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে বারাকপুরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের কঠোর সাজার দাবিতে সরব হয়েছেন।


    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা অষ্টম শ্রেণির পড়ুয়া। শনিবার সন্ধ্যায় সে টিউশন যাচ্ছিল। ধৃত শুভজিতের বাড়ি নাবালিকার বাড়ির পাশেই। অভিযোগ, সে ওই নাবালিকাকে জোর করে মাঠ লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেই সময় নাবালিকা চিৎকার করলেও পাড়ায় তারস্বরে মাইক বাজছিল বলে কেউ শুনতে পায়নি। এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরী শেষমেশ কোনওমতে বাড়ি অজ্ঞান হয়ে যায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানা ওই যুবককে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)