ভোপাল: বিয়ের রেজিস্ট্রির দিন লাঞ্ছনার শিকার ভিন্নধর্মী দম্পতি। দু’সপ্তাহের মধ্যে মধ্যপ্রদেশে দ্বিতীয়বার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রেওয়ার জেলা আদালতে রেজিস্ট্রি করতে গিয়েছিলেন ২৭ বছর বয়সি ইসলাম ধর্মাবলম্বী তরুণ ও ২১ বছর বয়সি হিন্দু তরুণী। তখনই অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাঁদের অসম্মান করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, এদিন রেজিস্ট্রির জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেখানে কয়েকজন আইনজীবী তাঁদের জানান, স্ট্যাম্প পেপারের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন বেআইনি। এই বিষয়ে আলোচনা করছিলেন তরুণ-তরুণী। তখনই কোর্টে উপস্থিত বেশ কয়েকজন তাঁদের নথিপত্র দেখতে চান। তাঁরা ভিন্নধর্মের জানার পর চূড়ান্ত অপমান করা হয় দু’জনকে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিস আধিকারিকরা। দু’জনকে উদ্ধার করা হয়। যদিও তাঁদের পরিবারের তরফে কোনও মামলা দায়ের হয়নি। এর আগে ভোপালেও এমন ঘটনা ঘটেছিল।