• ভারতীয় পণ্যে আমেরিকা শুল্ক বাড়ালে দেশে বৃদ্ধির হার ধাক্কা খাওয়ার আশঙ্কা
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কিন পণ্য আমদানি করার ক্ষেত্রে ভারত অনেক বেশি শুল্ক চাপাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই এই অভিযোগ করেছিলেন ভারতের বিরুদ্ধে। হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকাও ভারতীয় পণ্যের উপর একই হারে শুল্ক চাপাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার পরও শুল্কের ব্যাপারে হোয়াইট হাউস এখনও তাদের সিদ্ধান্ত নির্দিষ্ট করে জানায়নি। কিন্তু শুল্ক নিয়ে ভারতীয়দের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। 


    এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে তারা যে সম্ভাবনার কথা উল্লেখ করেছে, তাতে আমেরিকা যদি ভারতের হারেই শুল্ক চাপায়, তাহলে দেশের কপালে দুঃখ আছে। রিপোর্টে এসবিআই দাবি করেছে, আমেরিকা যদি ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ হারে শুল্ক চাপায়, তাহলে দেশের জিডিপি বৃদ্ধির হার ০.৫ শতাংশ কমবে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, এমনিতেই ভারতের জিডিপি বৃদ্ধির হার রীতিমতো চ্যালেঞ্জের মুখে। তা  যদি শুধুমাত্র মার্কিন শুল্কনীতির কারণে ৫০ বেসিস পয়েন্ট কমে যায়, তাহলে দেশের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। 


    ট্রাম্প ও মোদির সাম্প্রতিক সাক্ষাতে নতুন করে দু’দেশ পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে। সিদ্ধান্ত হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়া হবে। ২০২৪ সালে তা ছিল প্রায় ১৩ হাজার কোটি মার্কিন ডলার। যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তাতে দু’দেশেরই লাভ। কিন্তু জট অন্য জায়গায়। এসবিআই জানাচ্ছে, ২০১৮ সালে ভারতীয় পণ্যের উপর আমেরিকা সার্বিকভাবে শুল্ক চাপাত ২.৭২ শতাংশ হারে। ২০২২ সালে তা বেড়ে হয় ৩.৮৩ শতাংশ। এদিকে মার্কিন পণ্যের উপর ভারত ২০১৮ সালে সার্বিকভাবে শুল্ক চাপাত ১১.৫৯ শতাংশ হারে। তা বাড়িয়ে ২০২২ সালে ১৫.৩ শতাংশে নিয়ে যাওয়া হয়। 


    এই তথ্য থেকেই স্পষ্ট, দেশীয় পণ্য মার্কিন মুলুকে রপ্তানি করে অনেক বেশি শুল্ক আদায় করছে ভারত। পাশাপাশি যে অঙ্কের পণ্য আমেরিকা থেকে এদেশে আসে, তার চেয়ে অনেক বেশি পণ্য ভারত থেকে আমেরিকায় যায়। ভারতের এই শুল্কনীতিতেই চটেছেন ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে। এসবিআইয়ের আশঙ্কা, ভারতীয় পণ্যের উপর আমেরিকা ১৫ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক চাপাতে পারে। আর তা সত্যি হলে ভারতীয় জিডিপি বৃদ্ধির হার মার খাবে ০.৫ শতাংশ। এসবিআই বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি, বনজ সম্পদ ও মৎস্য ক্ষেত্র, রাসায়নিক শিল্প, বস্ত্র, খুচরো বিপণন, আর্থিক পরিষেবাক্ষেত্রগুলি।
  • Link to this news (বর্তমান)