নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজিত হবে সরকারি চিকিৎসকদের কনভেশন। শুরু হওয়ার কথা দুপুর ১২টা থেকে। দি স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি আয়োজিত সম্মেলনটির নাম হল ‘চিকিৎসার আর এক নাম সেবা’। গত বছর আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বহু চিকিৎসক, কর্মী ও সাধারণ মানুষ। তারপর এই কনভেনশন থেকে মমতা কী বার্তা দেন, সেটাই দেখার। সূত্রের খবর, বাংলার স্বাস্থ্যক্ষেত্রের সর্বস্তরের সরকারি চিকিৎসক ও স্বাস্থ্য প্রশাসকদের থাকার কথা কনভেনশনে। কমপক্ষে ৩ হাজার চিকিৎসক সভায় উপস্থিত থাকতে পারেন বলে খবর।