নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারিতে কিছুটা বাড়ল যাত্রীবাহী গাড়ির বিক্রি। পণ্যবাহী গাড়ির বিক্রি মোটামুটি একই থাকলেও বেড়েছে স্কুটার ও মোটর সাইকেলের বিক্রি। গাড়ি শিল্পের আশা, এবারের কেন্দ্রীয় বাজেট আগামী অর্থবর্ষে গাড়ির বাজার আরও কিছুটা চাঙ্গা করবে।
২০২৪ সালের জানুয়ারির সঙ্গে গতমাসের গাড়ি বিক্রির তুল্যমূল্য হিসেবে একথা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। গাড়ি সংস্থাগুলি থেকে শোরুমে যে গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। অর্থাৎ পাইকারি বাজারে গাড়ি বিক্রি বেড়েছে বলে দাবি করেছে তারা। তাদের হিসেব, গতমাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৯৯ হাজার। গতবছর জানুয়ারিতে সেই অঙ্ক ছিল প্রায় ৩ লক্ষ ৯৩ হাজার। বিক্রি বেড়েছে দু’চাকা গাড়িরও। যেখানে ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল প্রায় ১৪ লক্ষ ৯৫ হাজার, সেখানে গতমাসে তা দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ ২৬ হাজারে। গতবছর জানুয়ারিতে যেখানে স্কুটার ও স্কুটির বিক্রি ছিল ৪ লক্ষ ৮৮ হাজার, সেখানে গতমাসে বিক্রি হয়েছে প্রায় ৫ লক্ষ ৪৮ হাজার। গতমাসে মোটর সাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ৩৬ হাজার। সিয়াম জানাচ্ছে, এই জানুয়ারিতে সব ধরনের গাড়ি মিলিয়ে দেশীয় বাজারে বিক্রি হয়েছে প্রায় ১৯ লক্ষ ৩৬ হাজার গাড়ি।
সিয়াম দাবি করেছে, গ্রামীণ বাজারে চাহিদা বৃদ্ধির কারণেই সার্বিকভাবে বেড়েছে গাড়ি বিক্রি। তবে বাণিজ্যিক গাড়ি বিক্রি সেভাবে বাড়েনি বলে জানিয়েছে তারা। তা ছিল প্রায় ১০ হাজার। ২০২৪ সালের জানুয়ারির তুলনায় খুব একটা তফাত হয়নি, বলছে সংগঠনটি। তবে তাদের বক্তব্য, এবার বাজেটে আয়করে যে ছাড় দেওয়া হয়েছে, তার সুফল পাবেন সর্বস্তরের করদাতারাই। সেক্ষেত্রে সাধারণ মানুষের হাতে নগদ জোগান বাড়লে, তা গাড়ি বাজারে সদর্থক প্রভাব ফেলবে। চাঙ্গা হবে বাজার।