• উপভোক্তাদের বাড়ি গিয়ে কাজের অগ্রগতি দেখছেন আধিকারিকরা
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে শুরু হয়েছে পরিদর্শন। কার বাড়ি তৈরির কাজ কত দূর হয়েছে, সেই খোঁজ নিচ্ছেন সরকারি কর্তারা। এর মধ্যেই অনেক জায়গা থেকে আবার বাড়ি তৈরির কাঁচামাল সরবরাহ নিয়ে অভাব, অভিযোগ উঠে আসছে। তবে বাড়ি তৈরি করতে যাতে ইট, বালি, সিমেন্ট পাওয়া নিয়ে সমস্যা তৈরি না হয়, সেজন্য ব্লক প্রশাসন নিয়মিত বৈঠকও করছে।


    পরিদর্শনে গিয়ে আধিকারিকরা দেখছেন, বেশিরভাগ উপভোক্তাই বাড়ি তৈরি শুরু করে দিয়েছেন। কারও দেওয়াল তৈরি হয়ে গিয়েছে, কেউ সবে গাঁথুনি করেছেন। তবে এখনও কিছু উপভোক্তা কাজ শুরু করতে গড়িমসি করছেন। তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোনওভাবেই যাতে নয়ছয় করা না হয়, সেটা পরিদর্শনে গিয়ে আবারও বলছেন আধিকারিকরা।


    ২৬ ফেব্রুয়ারির মধ্যে পরিদর্শনের এই কাজ শেষ করতে হবে। জেলার এক শীর্ষ আধিকারিক বলেন, পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশ আসার পর এই কর্মসূচি নেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার আগে বাড়ির কাজ কার কতটা হয়েছে, সেই ছবি তুলে রাখা হচ্ছে। এদিকে, জেলায় ১ লক্ষ ৬০ হাজারের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম ধাপের টাকা ঢুকে গিয়েছে। বাকি আছে আর চার হাজার।
  • Link to this news (বর্তমান)