নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়খণ্ডের পর এবার গুজরাতের সুরেন্দ্রনগর। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার বাঙালি পর্যটক ও গাড়ির চালক। জখম আরও পাঁচ জন। মোট দশজনের মধ্যে ন’জনই বাঙালি। পুলিস জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ লিমডি তালুকের নভি মোরওয়াদ গ্রামে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাঙালি পর্যটকদের ওই দল দিউ এবং গির সফর সেরে ফিরছিলেন। তখনই তাঁদের গাড়ি একটি ডাম্পারে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দু’জন মহিলা ও দু’জন পুরুষ। মৃতদের নাম অনিকেত তা, রীতা মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, শুক্লা চট্টোপাধ্যায়। আর একজন আমেদাবাদের গাড়িচালক। নাম রাহুল। জখম পাঁচজনকে দ্রুত সায়লায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দু’দিন পরই তাঁদের পশ্চিমবঙ্গে ফেরার কথা ছিল।