• বৃষ্টিতে ঝড়ে পড়ল মুকুল, ক্ষতির মুখে আমচাষিরা
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ বৃষ্টিতে মাথায় হাত ভাঙড়ের আমচাষিদের। অনেক গাছে ইতিমধ্যে মুকুল এসে গিয়েছিল। সেগুলির ক্ষতি হয়েছে। এছাড়াও ঝড়ে গিয়েছে বহু গাছের মুকুল। কৃষকদের আশঙ্কা, ফের এমন বৃষ্টি হলে লোকসানের বহর আরও কয়েকগুণ বেড়ে যাবে। কাশীপুর এলাকায় প্রচুর আমগাছ আছে। প্রতিবছর কয়েকশো পরিবার আম বাগান কিনে সেখানকার গাছের লালনপালন করে। গ্রীষ্মকালে এখানে আমের ব্যাপক ফলন হয়। সেগুলি ভিন রাজ্য তো বটেই, এমনকী অন্য দেশেও রপ্তানি করা হয়। এ বছরও শীতের শেষ লগ্নে এসে অনেক গাছে মুকুল ধরেছিল। দূর থেকে পাতা দেখা যেত না। পুরো গাছ ছেয়ে ছিল মুকুলে। কিন্তু বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টি এই গাছগুলির ভালো ক্ষতি করেছে।কাজি মালিক নামে এক আমচাষি বলেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বেশ কয়েকটা আমবাগান কিনেছি। প্রায় সব গাছ মুকুলে ভরে গিয়েছিল। আর কতদিন গেলে ফল ধরতে শুরু করতো। কিন্তু তার আগে যেভাবে মুকুল ঝরে পড়েছে, তাতে ফলন মার খেতে পারে। এই ঝাপটা সহ্য করা গেলেও ফের বৃষ্টি হলে আর সেভাবে মুকুল থাকবে না। তার প্রভাবও বাজারে পড়বে।
  • Link to this news (বর্তমান)