ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারণার শিকার, ২ লক্ষাধিক টাকা পেলেন দম্পতি
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রোমোটারের হাতে প্রতারণার শিকার হয়েছিলেন কল্যাণীর সগুনা পঞ্চায়েতের জয়দেববাটির বাসিন্দা এক দম্পতি। অবশেষে কল্যাণী থানার পুলিসের উদ্যোগে রবিবার সেই টাকা ফেরত পেলেন ওই দম্পতি। জানা গিয়েছে, ২০১৮ সাল নাগাদ মলয় আচার্য ও তাঁর স্ত্রী ঠিক করেন কল্যাণীতে একটি ফ্ল্যাট কিনবেন। সেই মতো এক প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এরপর ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম ৩ লক্ষ টাকা দেওয়া হয় প্রোমোটারকে। অভিযোগ, তারপর থেকে দীর্ঘদিন কেটে গেলেও তাঁরা ওই প্রোমোটারের থেকে না ফ্ল্যাট পেয়েছেন, না টাকা ফেরত পেয়েছেন। অবশেষে ফ্ল্যাট না দিয়ে টাকা ফেরত দিয়ে দিতে বলেন আচার্য দম্পতি। এরপর বহুবার দরবার করে মাত্র আশি হাজার টাকা ফেরত পান। বাকি টাকা না পেয়ে অবশেষে তাঁরা পুলিসের দ্বারস্থ হন। এরপর পুলিসের উদ্যোগে অভিযুক্ত প্রোমোটার বাকি দু’ লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দেন। কিছুটা দেরিতে হলেও টাকা ফেরত পেয়ে খুশি ওই দম্পতি। -নিজস্ব চিত্র