সংবাদদাতা, বনগাঁ: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ভোরবেলা পুরসভা এলাকায় রাস্তা থেকে এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। এরপর এক নির্জন জায়গায় তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করে। এরপর অভিযুক্ত যুবক অসুস্থ হয়ে পড়লে পুলিসের পক্ষ থেকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলে পুলিস ওই যুবককে আদালতে হাজির করে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি চাঁদপাড়া এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ, মহিলাদেরও নানাভাবে হেনস্তা করতেন তিনি। ঘটনার দিন ভোরবেলা সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখন রাস্তা দিয়ে তিন নাবালিকা হেঁটে যাচ্ছিল। ওই যুবক নিজেকে পুলিস পরিচয় দিয়ে দুই নাবালিকাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর অপর এক নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাকে নানাভাবে ভয়ও দেখায়। ওই যুবকের সঙ্গে নাবালিকার কোনও পরিচয় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। ভোররাতে ওই তিন নাবালিকা রাস্তায় কী কারণে বেরিয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।