• হাড়োয়ায় মাটি চাপা পড়েছে পিচের রাস্তা!
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাটি মাফিয়ারা পিচরাস্তার দফারফা করে দিয়েছে। কাদাভরা রাস্তায় চলতে গেলে ঘটছে দুর্ঘটনা। তৃণমূল নেতাদের মদতেই এই কারবার চলছে বলে দাবি ভুক্তভোগীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের হাড়োয়া-নাসিরহাটি রোডে রাত হলেই বাড়ছে মাটির গাড়ির চলাচল। দিনের দিকে কেটে রাখা হয় মাটি। সূর্য ডুবলেই শুরু হয়ে যায় হাড়োয়া জুড়ে গাড়িতে করে মাফিয়াদের মাটি পাচার। রাত বাড়লে মাটির ডাম্পারের দখলে চলে যায় সব রাস্তা। ট্রাক্টর, লরি ও ডাম্পার ওভারলোডেড অবস্থায় যাতায়াতের ফলে মাটি রাস্তায় পড়তে থাকে। পিচ রাস্তা দেখে তখন মনে হয় গ্রামের মেঠো রাস্তা। এই অবস্থার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এলাকার বাসিন্দাদের দাবি, এনিয়ে পুলিস ও প্রশাসনের কাছে গেলেও মেলে না কোনও সুরাহা। খাসবালান্দা পঞ্চায়েতের তরফে অবশ্য জানানো হয়েছে, রাস্তা থেকে মাটি সরানো হয়। কিছু লোক অপপ্রচার করছে।
  • Link to this news (বর্তমান)