• নেশার টাকা না পেয়ে বাবাকে গুলি, ধৃত ছেলে
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা চেয়েছিলেন ছেলে। কিন্তু তা দিতে অস্বীকার করায় বাবাকেই গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই নিয়ে থানায় নালিশ হলে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ইনতাব সর্দার। শনিবার জীবনতলা থানার গাতি রেলগেট এলাকায় ঘটেছে ঘটনাটি। অভিযোগ, নেশার টাকা না পেয়ে শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে তাণ্ডব চালান ওই যুবক। সমস্ত আসবাবপত্র, গাড়ি, বাইক ভাঙচুর করেন। তাঁর বাবা খালেক সর্দারের রেশন দোকান আছে। তিনি সেখানেই ছিলেন। বাড়িতে তাণ্ডবের খবর পেয়ে তিনি পুলিসকে খবর দেন এবং বাড়ির পথে রওনা দেন। অভিযোগ, ওই ব্যবসায়ী যে মুহূর্তে ঢোকেন, তখনই দোতলার ঘর থেকে ইনতাব তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পুলিস এলে ইনতাব পালিয়ে যান। রাতেই ওই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)