নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘লক্ষ্য’ পরিদর্শন হল বিধাননগর মহকুমা হাসপাতালে। এই ধরনের পরিদর্শনে প্রসূতি চিকিৎসার পরিকাঠামো (লেবার অপারেশন থিয়েটার ও প্রসূতিদের ওয়ার্ড) খতিয়ে দেখে, বিচার করে হাসপাতালকে মান দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, জরুরি ওষুধের সরবরাহ সহ বিভিন্ন বিষয় দেখা হয়। শুক্রবার উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের দুই পরিদর্শক হাসপাতালের পরিকাঠামো দেখে যান। সকাল থেকে শুরু হয় ইনসপেকশন। লেবার ওটি, প্রসূতিদের ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে পরিচয় করানো হয় দুই পরিদর্শককে।
প্রসঙ্গত, এখানে কর্মীদের উৎসাহিত করতে চারটি গ্রুপে ভাগ করে প্রতি মাসে ‘বেস্ট এমপ্লয়িজ অ্যাওয়ার্ড’ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ই-প্রেসক্রিপশন, ই-টেস্ট প্রভৃতি হাইটেক পরিষেবা সম্পর্কেও অবহিত হন পরিদর্শকরা। ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় হলে কীভাবে জরুরি ওষুধ ও সরঞ্জাম নষ্ট হওয়া থেকে আটকানো যায়, তা দেখানো হয় তাঁদের। হাসপাতালের সুপার ডাঃ পার্থ গুহ বলেন, ওঁরা পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।