এই সময়: আন্ডারপাসের দাবিতে হাওড়ায় দেউলটির নাচকে অবরোধ করলেন স্থানীয়রা। রবিবার সকাল দশটা নাগাদ শুরু হয় অবরোধ। পৌনে তিন ঘণ্টা ধরে চলা অবরোধে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় বিঘ্নিত হয় ট্রেন চলাচল। দুপুর পৌনে একটা নাগাদ পুলিশ এবং আরপিএফের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এর জেরে ১৩টি ট্রেন আটকে পড়ে।
বিক্ষোভে আটকে পড়ে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস এবং মুম্বই-হাওড়া মেলের মতো ট্রেন। এর বাইরেও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ৫টি লোকাল।
স্থানীয় সূত্রে খবর, দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে নাচক এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটি রাস্তা রয়েছে। অনেকেই সেই রাস্তা ধরে রেল লাইন টপকে যাতায়াত করেন। অতীতে এ কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিছু দিন আগে ওই রাস্তাটি বন্ধ করার জন্য বাঁশের বেড়া দেওয়া হয় রেলের তরফে।
যদিও বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই একটি আন্ডারপাসের দাবি তোলা হচ্ছে। কিন্তু সেই দাবি মেনে রেল কোনও সদর্থক পদক্ষেপ করেনি। এরই মধ্যে এ দিন বাঁশের বদলে লোহার বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করার কাজ করছিল রেল। সে কারণেই প্রতিবাদে অবরোধ করেন এলাকার বাসিন্দারা।