• ইভটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু মহিলার
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সম্মান বাঁচাতে প্রাণভয়ে ছোটাচ্ছিলেন গাড়ি কিন্তু শেষ রক্ষা হল না। কটূক্তি থেকে বাঁচতে জোরে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা। গাড়ি উল্টে মৃত্যু বছর সাতাশের এক তরুণীর। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের বুদবুদের কাছে। এই ঘটনায় জাতীয় সড়কে সুরক্ষা নিয়ে ফের উঠছে প্রশ্ন।

    অভিযোগ, চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে তরুণীকে রীতিমতো ধাওয়া করেন চার যুবক। লাগাতার গাড়ির ভিতরে থাকা ওই তরুণীকে উদ্দেশ্য করে টিজ় করা হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর গাড়ির ড্রাইভার জানিয়েছেন, অভিযুক্তরা তাঁদের গাড়িতে দু’বার ধাক্কাও মারেন। অভিযুক্তরা রাস্তা আটকাতে গেলে ভয় পেয়ে উল্টো পথে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় তরুণীর। আহত তাঁর সহযাত্রীরাও।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)