• সোমবারে জোড়া দুর্ঘটনা কলকাতায়, ওয়েলিংটন এবং এক্সাইড মোড়ে বাস দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সকালে কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ২ মহিলার। দুর্ঘটনা দু'টি ঘটেছে ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্রসদনে এক্সাইড মোড়ে।

    সূত্রের খবর, এ দিন সকাল ৭টা নাগাদ ওয়েলিংটন মোড়ে একটি স্কুলবাস ধাক্কা দেয় ছিয়াত্ঘতর বছরের এক বৃদ্ধাকে। তাঁকে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধাকে ধাক্কা মেরে স্কুলবাসের চালক পালিয়ে যায়। পরে অবশ্য চালককে আটক করে এন্টালি থানার পুলিশ। মৃত বৃদ্ধার নাম শান্তি দেবী।

    অন্য দুর্ঘটনা ঘটে সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদন লাগোয়া এক্সাইড মোড়ে। পিটিএসের দিকে যাওয়ার রাস্তায় একটি সরকারি এবং বেসরকারি বাসের সংঘর্ষ হয় বলে সূত্রের খবর। স্থানীয়দের কথায়, এক মহিলা সেই সময়ে রাস্তা পার হচ্ছিলেন। বাসের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, ওই মহিলার নাম রেশমি নন্দী(৪৫)। তাঁর বাড়ি বরানগরে। রোটারি সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন তিনি।

    এক্সাইড মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় এই দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয়। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বিস্তর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। যদিও কিছুক্ষণ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যানবাহনের বেপরোয়া গতিতে লাগাম লাগানোর জন্য নিয়মিত প্রচার চালানো হয় পুলিশের তরফে। চলে পথ দুর্ঘটনা নিয়ে সতর্কতামূলক প্রচারও। কিন্তু তারপরেও কেন বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

  • Link to this news (এই সময়)