সোমবার সাতসকালে বাস দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়। ১৬ নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া শ্রীরামপুরে যাত্রীবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় অন্য একটি যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের প্রায় ২৫ জন যাত্রী। তাঁদের তড়িঘড়ি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ নন্দীগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি যাত্রী তোলার জন্য আচমকা শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে। সেই সময়ে পিছন থেকে আসছিল দিঘা থেকে হাওড়াগামী একটি বাস। সেই বাসটির গতিও যথেষ্ট বেশি ছিল। বারাসতগামী বাসটি আচমকা দাঁড়িয়ে পড়ায় দিঘা থেকে হাওড়াগামী বাসটি ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি। তা সজোরে পিছন থেকে ধাক্কা দেয় সামনে থাকা বাসটিকে।
জানা গিয়েছে, বাস দু'টিতে প্রায় ১৫০ যাত্রী ছিলেন। আহতদের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুটি বাসকেই আটক করা হয়েছে। কিন্তু চালকরা পলাতক। তাঁদের খোঁজ করছে পুলিশ। দুর্ঘটনার সময় বাস দুটির গতি কেমন ছিল? সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে জানাচ্ছে পুলিশ। এই দুর্ঘটনায় আতঙ্কে যাত্রীরা। রেষারেষির কারণেই দুই বাসের এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
এ দিন দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির স্বাভাবিক হয়েছে।