• মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা, এবার নকশালবাড়িতে মৃত্যু এক পুণ্যার্থীর, আহত আরও ১২...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা। সোমবার সকাল আনুমানিক ছ'টা নাগাদ অসম থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে  নকশালবাড়ির সাতভাইয়া সংলগ্ন স্কুলডাঙ্গি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পিকআপ ও লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় পূণ্যার্থীবোঝাই পিকআপ ভ্যানটি। মৃত্যু হয়েছে একজনের। আহত আরও ১২ জন। 

    জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে পুণ্যার্থীরা অসম থেকে প্রয়াগরাজের উদ্দেশে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে পিকআপটিকে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হন ১৩ জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনের মৃত্যু হয়। 

    পরবর্তীতে আহতদের উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতের নাম, নিরঞ্জন সরকার (৩৫)। তিনি অসমের বাসিন্দা। ঘটনা নিয়ে গোপাল দাস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, পিকআপ ভ্যানটি শিলিগুড়ির দিক থেকে নকশালবাড়ির দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটিতে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক লরিচালক। ঘটনাটি খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)