• জাতীয় সড়কে বাসের পিছনে বাসের ধাক্কা, হাওড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত ২০ বাসযাত্রী ...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার উলুবেড়িয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসের পিছনে বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন কমপক্ষে ২০ জন বাসযাত্রী। ইতিমধ্যে আহতদের উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে কুলগাছিয়া শ্রীরামপুর মোড়ে যাত্রী দেখেই কলকাতামুখী একটি বাস হঠাৎ দাঁড়িয়ে পড়ে৷ ওই সময় পিছন দিক থেকে আসছিল দীঘা-কলকাতাগামী একটি বাস। দাঁড়িয়ে পড়া বাসটির পিছনে প্রবল ধাক্কা মারে ওই বাসটি৷ দু'টি বাসের কমপক্ষে ২০ জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধারে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আহতদের অ্যাম্বুল্যান্সে করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    স্থানীয়দের অভিযোগ, শ্রীরামপুর মোড়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। যাত্রী তোলার জন্য নন্দীগ্রাম থেকে আসা বাসটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় বিপত্তি ঘটে। তখনই পিছন থেকে একটি বাস ধাক্কা মারে। ঘটনায় বিকট আওয়াজ হয়। সামনের বাসটির পিছনে বসে থাকা যাত্রীরা মূলত আহত হয়েছেন।
  • Link to this news (আজকাল)