• কটূক্তি, গাড়িকে ধাওয়া! মদ্যপ যুবকদের থেকে বাঁচতে ভুল রাস্তায় গাড়ি চালিয়ে প্রাণ গেল যুবতীর
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চারচাকা গাড়ির মধ্যে থাকা যুবতীকে লক্ষ্য করে কটূক্তি পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের। তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢুকিয়ে দিতেই দুর্ঘটনায় মৃত্যু হল যুবতীর। মৃতার নাম, সুতন্দ্রা চ্যাটার্জি। তিনি হুগলির চন্দননগরের বাসিন্দা ছিলেন। দুষ্কৃতীদের গাড়িটি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে য়পলাতক তারা। 

    পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে একটি চারচাকা গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওই গাড়িতে এক যুবতী সহ চার আরোহী ছিলেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবক একটি চারচাকা গাড়িতে করে যুবতীকে কটূক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে। 

    পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাঁদের গাড়ি আটকাতে গেলে, ভয়ে চন্দননগরের ওই গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেয়। তখনই দুষ্কৃতীদের গাড়ি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। এরপর চন্দননগরের গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারার পর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মারে। তখনই রাস্তার ধারে পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে, রাস্তার উপর উল্টে যায় গাড়িটি। গাড়িতে থাকা যুবতীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। 

    বাকি চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ দু'টি গাড়িকে আটক করার পাশাপশি, দেহ উদ্ধার করে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
  • Link to this news (আজকাল)