আজ ডাক্তারদের 'মন কি বাত' শুনবেন মমতা, মেগা মিটিং ধনধান্যে
আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আরজি কর হাসপাতালের ঘটনার পর ৬ মাস কেটে গিয়েছে। পশ্চিমবঙ্গের ডাক্তারদের একটি বড় অংশের আন্দোলনের জেরে রাজ্য সরকারের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়েছে। জেলায় জেলায় জুনিয়ার ডাক্তাররা ক্ষোভ উগরে দিয়েছেন কর্তব্যরত ডাক্তারদের নিরাপত্তা নিয়ে। এহেন পরিস্থিতিতে আজ অর্থাত্ সোমবার বাংলার সব স্তরের ডাক্তারদের সঙ্গে মিটিং করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে মমতার এই বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ।
ধনধান্য অডিটোরিয়ামে দুপুর সাড়ে ১২টায় বৈঠক
আজ আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে দুপুর সাড়ে ১২টায় বৈঠক করবেন মমতা। আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনার পর যে তীব্র বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীকালে আন্দোলরত ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা। নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেন তিনি। তারপর থেকে ডাক্তারদের সঙ্গে মুখোমুখি হননি মুখ্যমন্ত্রী। আজ ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠকের নাম দেওয়া হয়েছে 'চিকিৎসার অপর নাম সেবা'। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।
আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পেয়েছেন
আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা। তবে এখনও এই বৈঠক নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি। আরজি কর কাণ্ডের পর যে ভাবে চিকিৎসক সমাজে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল, তা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল তৃণমূলেক চিকিৎসক সেল। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনে তৃণমূলের সাংসদ-বিধায়ক-কাউন্সিলর চিকিৎসকেরা থাকলেও, তাঁরা আন্দোলনের পাল্টা কৌশল গড়তে ব্যর্থ হয়েছিল। তাই শেষমেশ রাজ্যের বাণিজ্যমন্ত্রী চিকিৎসক শশী পাঁজাকে সামনে রেখে প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়েছে তৃণমূল। এই সংগঠনে চিকিৎসকদের পাশাপাশি, স্বাস্থ্যকর্মীদেরও জায়গা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় সংগঠন গড়ার কাজও শুরু হয়ে গিয়েছে।