ফের ৩ ডিগ্রি পারদ পতন, নতুন সপ্তাহে কেমন থাকছে বাংলার আবহাওয়া?
আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আজ থেকে ফের আবহাওয়ার বদল। রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল বাংলার একাধিক জেলায়। তবে বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ কেটেছে। যদিও এদিনও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে কেমন থাকতে চলেছে আগামী দিলগুলিতে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
সোমবারের আবহাওয়া
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর আগামী ২ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এদিন হালকা বৃষ্টি হতে পারে। তবে এরপর আগামী ২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এর মধ্যে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না।
নামতে চলেছে পারদ
হাওয়া অফিস বলছে, আগামী ক'দিন রাতের দিকে বেশ কিছুটা নামতে চলেছে পারদ। যদিও সেই অর্থে ঠান্ডা আর পড়বে না কলকাতা বা জেলায়। তারপরই মার্চ শুরু হতে না হতেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বাড়তে পারে কলকাতায়। হাওয়া অফিস বলছে, ২৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক'দিন। এর মধ্যে আগামী দু'দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী ৩ দিন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন আসবে না। তবে তারপর হুট করে বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী ৩ দিন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন আসবে না।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
উত্তরবঙ্গে ২৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে। তবে সেই ক'দিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে ২৫ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে থাকতে পারে। এরপর ফের ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এরপর ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার আশেপাশে থাকতে পারে। এই ক'দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি।