• পানাগড়ে ইভটিজারদের জেরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক তরুণীর
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইভটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক তরুণীর। গতকাল, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পানাগড়ে জাতীয় সড়কের উপর। সূত্রের খবর, চন্দননগরের বাসিন্দা ওই তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। সেই কাজের জন্যই চন্দননগর থেকে একটি চারচাকা গাড়িতে করেই বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি। অভিযোগ গতকাল, রবিবার গভীর রাতে পানাগড়ে জাতীয় সড়কের উপর অন্য একটি চারচাকা গাড়ি তাঁর পিছু নেয়। ওই তরুণীকে কটূক্তি করতে থাকে অপর গাড়িতে থাকা কয়েকজন ইভটিজার। তাদের হাত থেকে বাঁচতে তরুণীর গাড়ির চালক গতি বাড়ায়। তা দেখে ওই ইভটিজাররাও নিজেদের গাড়ির গতি বাড়িয়ে দেয়। কিছুক্ষণ বাদে জাতীয় সড়কের উপরই ওই তরুণীর গাড়িতে ধাক্কা মারে ইভটিজাররা। যার ফলে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়িটি। সেই দুর্ঘটনার ফলে ওই গাড়ির চালক কোনওরকমে প্রাণে বাঁচলেও মৃত্যু হয় তরুণীর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এই বিষয়ে কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল জানান, ওই তরুণীর গাড়িকে যারা ধাওয়া করেছিল সেই যুবকরা পলাতক। তবে তাদের গাড়িটি পাওয়া গিয়েছে। দুর্ঘটনাস্থলেই ছিল গাড়িটি। ওই যুবকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছিল? সেই বিষয়ে ওই তরুণীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিস। জাতীয় সড়কের উপরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে তদন্ত।  
  • Link to this news (বর্তমান)