• হাওড়ায় দুর্ঘটনার কবলে দুটি যাত্রীবাহী বাস, জখম ২৫
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হাওড়া: যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা মারল অন্য একটি বাস। সেই দুর্ঘটনার জেরে জখম হলেন ২৫ জন যাত্রী। আজ, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের হাওড়ার কুলগাছিয়ার শ্রীরামপুরে। জখম বাসযাত্রীদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ৮ টা নাগাদ নন্দীগ্রাম থেকে বারাসতের দিকে যাওয়ার সময়ে যাত্রী তুলতে একটি বাস আচমকাই শ্রীরামপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তার পিছনে ধাক্কা মারে দীঘা-হাওড়া রুটের একটি বাস। পুলিস সূত্রে খবর, দীঘা-হাওড়া রুটের বাসটির গতি বেশি থাকায় সেটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা নন্দীগ্রাম-বারাসত রুটের বাসটিতে ধাক্কা মারে। দুটি বাসে মোট ১৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে জখম হয়েছেন ২৫ জন যাত্রী। পলাতক দুই বাসের চালক। পুলিস খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বাস দুটিকে আটক করা হয়েছে। এদিনের এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (বর্তমান)