• শুভেন্দু গড়ে সুবজ ঝড়! সমবায় সমিতির ভোটে ৯ আসনের সবেতেই তৃণমূলের জয়...
    ২৪ ঘন্টা | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • কিরণ মান্না: ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়লাভ তৃণমূল সমর্থকদের। গত লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী রামনগরের বিধায়ক অখিল গিরির এলাকায় প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল। এই সমবায় সমিতিতে জয়লাভের পর তৃণমূল অর্থাৎ অখিল গিরি ফের ঘর গোছাতে শুরু করে দিল।

    রামনগর এক নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে, জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী। অখিল গিরির বিধানসভা এলাকায় রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি ২ পঞ্চায়েতের এই সমবায় সমিতির ভোটে পুরোপুরি ধরারশাই হল বিজেপি। এই তালগাছারী দুই পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। গত লোকসভা ভোটে অর্থাৎ অখিল গিরির এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল। 

    এরকম সমবায় সমিতির ভোটে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে শুরু করেছে। বর্তমানে বিজেপি পঞ্চায়েত এলাকার মধ্যে এই সমবায় সমিতিতে তৃণমূলের বিপুল জয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ ছড়িয়ে পড়ে। ৯টি আসনের মধ্যে নটিতেই তৃণমূল জয় লাভ করায় তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবিরে উচ্ছ্বাস আনন্দ করতে থাকে। 

    উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর লোকসভা কেন্দ্রে এই বিধানসভা আসনে অর্থাৎ অখিল গিরির বিধানসভা আসনে ব্যাপক লিড পেয়েছিল এবার ধরাশায় হচ্ছে বলে দাবি তৃণমূলের। যদিও বিজেপি এই অভিযোগ মানতে অস্বীকার করেছে।

  • Link to this news (২৪ ঘন্টা)