নিরুফা খাতুন: সপ্তাহের শুরুর দিনেই সাতসকালে জোড়া দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা। মৃত্যু হয়েছে এক বৃদ্ধার, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মহিলা। সকাল ৭টা নাগাদ ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বছর ছিয়াত্তরের বৃদ্ধা। এই দুর্ঘটনার পর বাস নিয়ে চালক চম্পট দিলেও পরে পুলিশ এন্টালি থেকে তাঁকে আটক করেছে বলে খবর। অন্য দুর্ঘটনাটি ঘটেছে রবীন্দ্রসদনে এক্সাইড মোড়ের কাছে। সেখানে বাঁক ঘুরে পিটিএসের দিকে যাওয়ার সময় একটি সরকারি ও বেসরকারি বাসের সংঘর্ষে গুরুতর জখম হন এক মহিলা। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ওয়েলিংটন মোড়ে। সকাল ৭টা নাগাদ রাস্তা পেরনোর সময় স্কুলবাস ধাক্কা দেয় এক বৃদ্ধাকে শান্তি দেবী নামে বছর ছিয়াত্তরের ওই মহিলা রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে, বৃদ্ধাকে ধাক্কা মারার পর স্কুলবাসটি চম্পট দেয়। তদন্তে নেমে বউবাজার থানার পুলিশ এন্টালি থেকে পরে চালককে আটক করে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৯টা নাগাদ, রবীন্দ্রসদনের কাছে এক্সাইড মোড়ে। বাঁক নেওয়ার সময়ে একটি সরকারি ও বেসরকারি বাস রেষারেষি করছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেই সময় এক মহিলা রাস্তা পেরচ্ছিলেন। ময়দান থানার সামনে বাসের ধাক্কায় তিনি পড়ে যান। দ্রুত উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় বছর পঞ্চাশের ওই মহিলাকে। ট্রমা কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে। তবে মহিলার শারীরিক অবস্থায় আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। জোড়া দুর্ঘটনার জেরে শহরের দুই প্রান্তে যানজট তৈরি হয়। বিশেষত এক্সাইড মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় শহরের পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।