• পিটিয়ে খুনের পর ছাদে লোপাট ফেরিওয়ালার দেহ! সোদপুরের হাড়হিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার যুবক
    প্রতিদিন | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: ধারের আড়াই হাজার টাকা নিয়ে বচসার জেরে ‘খুন’ হতে হল এক ফেরিওয়ালাকে। সোদপুরের সুখচর এলাকার বাজারপাড়ায় রীতিমতো হাড়হিম সেই হত্যাকাণ্ড! অভিযোগ, ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের পর বাড়ির ছাদে দেহ লোপাট করে রেখেছিল অভিযুক্ত। পরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা বিষয়টি জানান খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে যুবককে। ছেলে গ্রেপ্তার হতেই বাড়ি ছেড়ে মা পালিয়েছেন বলে অভিযোগ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুখচর এলাকায় টিনভাঙা, লোহাভাঙা বিক্রি করতেন কামারহাটির বাসিন্দা আক্রাম আলি। সুখচরের বাসিন্দা চিরাগ গুহর সঙ্গে তাঁর আলাপ ছিল। দিনকয়েক আগে আক্রামের কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিলেন চিরাগ। সেই টাকা চাইতে চিরাগের বাড়িতে যান ফেরিওয়ালা। টাকা ফেরত দেওয়া দূরের কথা, চিরাগ তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ঢুকিয়ে প্রথমে মারধরের পর গলায়, মুখে তার পেঁচিয়ে আক্রামকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে চিরাগের বিরুদ্ধে।
  • Link to this news (প্রতিদিন)