আপাতত বৃষ্টি বিদায়! মাস শেষে গরমের পূর্বাভাস, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
প্রতিদিন | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: ফাল্গুনের ঝড়বৃষ্টিতে এখনও শীতল আমেজ দক্ষিণবঙ্গে। দিনের বেলায় সূর্য চোখ রাঙালেও ঘর্মাক্ত গ্রীষ্ম আপাতত দূরে। তবে বেশিদিন নয়, মার্চ পড়লেই গরমের জ্বালা ঘিরে ধরতে চলেছে রাজ্যবাসীকে। সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমেছে। আগামী দুদিন আরও পারদ পতনের পূর্বাভাস, তবে সপ্তাহান্তে ফের তা চড়চড়িয়ে বাড়তে পারে। হাওয়া অফিসের পূ্র্বাভাস, মার্চের গোড়া থেকেই টের পাওয়া যাবে গরম। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত পূবালী অক্ষরেখাটি গিয়েছে ওড়িশার উপর দিয়ে। এছাড়া অসমের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান। উত্তর-পশ্চিম ভারতে ঢুকে পড়া পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ এগোবে উত্তর-পূর্বের দিকে। এই ত্রিফলায় পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলের সম্ভাবনা। মূলত চলতি সপ্তাহে তাপমাত্রায় ওঠাপড়া লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকে কুয়াশার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, তবে বেলার দিকে আকাশ পরিষ্কার যাবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে অবশ্য অন্য কথা শুনিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ-সহ সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস। কুয়াশাচ্ছন্ন থাকবে জেলাগুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে যাবে কুয়াশার চাদর। মঙ্গলবার থেকে মূলত পরিষ্কার আকাশ। বুধবার থেকে দু-তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।
কলকাতায় মোটের উপর মনোরম আবহাওয়া। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৩ শতাংশ। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।