রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ ধনধান্য প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন তিনি। সেখানে রাজ্যের সিনিয়র-জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় ওই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘সমস্ত স্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ থেকে বেড়ে হবে ৮৫ হাজার। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে হবে ১ লাখ।’
এছাড়াও ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেড ট্রেনিদের ভাতা মাসিক ১০ হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা কমপক্ষে ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন।’
আগে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করার কথা ঘোষণা করেন এ দিন।
এ ছাড়াও মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার কথাও এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় খুশির হাওয়া চিকিৎসক মহলে।