পথদুর্ঘটনার কবলে অতীন ঘোষ। সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যাওয়ার পথে তালতলায় দুর্ঘটনার কবলে পড়ে পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়ি। এসএন ব্যানার্জি রোডে সরকারি বাস এসে ধাক্কা মারে অতীন ঘোষের গাড়ির বাঁ দিকে। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সুস্থ আছেন অতীন ঘোষ।
অতীন ঘোষ জানান, তালতলায় যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে বাস স্টপ আছে। তাঁর গাড়ি ডান দিক ঘেঁষেই যাচ্ছিল। বাসটির যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও ছিল। তার পরও এই ঘটনা। তবে পুরসভায় যাওয়ার তাড়া থাকায় তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। জানান, পুলিশ যদি কোনও সুয়োমোটো মামলা করে, করতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহেই দুর্ঘটনার কবলে পড়েছিল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি। সল্টলেক দক্ষিণ থানা এলাকায় শোভনের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। শোভন এমনও অভিযোগ তোলেন, দুই নাবালক তাঁর গাড়়ির পিছু নিয়েছিল। তাদের গাড়িই ধাক্কা মারে শোভনের গাড়ির সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িটিতে।