• বাগুইআটির কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, গায়েব লক্ষ লক্ষ টাকার সোনার গয়না
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ১৪ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। বাগুইআটির চাউল পট্টির গোবিন্দচন্দ্র শেঠের বাজারেরকালী মন্দির থেকে চুরি কয়েক লক্ষ টাকাযর সোনার গয়না। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। তাঁরা চাইছেন, পুলিশ দ্রুত চুরির গয়না উদ্ধার করে দিক।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিমার গায়ে অনেক সোনার গয়না ছিল। প্রতিমার হাতে, কানে ভরি ভরি গয়না পরানো থাকত। মন্দিরের সুরক্ষার জন্য ২ জন সুরক্ষাকর্মীও রয়েছেন। এ ছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরাও। সোমবার বাজারে এসে ব্যবসায়ীরা দেখতে পান মন্দিরের পাশের গেটের তালা ভাঙা। তাঁরা মন্দিরের মধ্যে ঢুকেই দেখতে পান প্রতিমার সমস্ত সোনার অলঙ্কার চুরি গিয়েছে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়।

    এই চুরির ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। রবিবার রাতে যদি এই চুরি হয়েছে ধরা হয় সেক্ষেত্রে তখন সুরক্ষাকর্মীরা কোথায় ছিলেন? সিসিটিভি থাকা সত্ত্বেও কে বা কারা এই দুঃসাহসিক চুরির পরিকল্পনা করল? মন্দির কমিটির সদস্যদের দাবি, তাঁরা সুরক্ষাকর্মীদেরও সন্দেহের তালিকায় রেখেছেন। West Bengal doctors Salary

    পুলিশ জানাচ্ছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে এই চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। স্থানীয়দের দাবি, বছর ১৪ আগে এই মন্দির থেকে প্রতিমার ২০ থেকে ২৫ ভরি সোনার গয়না চুরি হয়েছিল। আজও সেই চুরির কিনারা হয়নি। খোয়া যাওয়া গয়নাও ফেরত মেলেনি। সেই সময়ে পুলিশের তরফে বিস্তর আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেন স্থানীয় দোকানদাররা।

  • Link to this news (এই সময়)