• ভাঙড়ে চালু লালবাজারের নয়া গোয়েন্দা ইউনিট, দ্রুত নতুন অফিসও
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রশান্ত ঘোষ, ভাঙড়

    গত পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হয়েছিল ভাঙড়। মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত একাধিক রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গিয়েছিল সাত জনের। তবে এখন শহরতলির এই এলাকা কলকাতা পুলিশের আওতায় এসেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনে ভাঙড়ে যাতে এই ধরনের ঘটনা না-ঘটে, সে জন্য এলাকায় বিশেষ নজরদারি রাখতে ভাঙড়ে একটি গোয়েন্দা ইউনিট চালু করল লালবাজার।

    একজন অ্যাসিন্ট্যান্ট কমিনশনার পদমর্যাদার অধীনে একজন ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর ও কয়েকজন কনস্টেবলকে নিয়ে এই ইউনিট কাজ করবে। গত মাসেই এই নতুন ইউনিটের অর্ডার বেরিয়েছে, আধিকারিকরা কাজও শুরু করে দিয়েছেন। তবে স্থানাভাবের জন্য এখনও নতুন অফিস চালু করা যায়নি।

    ২০২৪ সালের ৮ জানুয়ারি ভাঙড় ডিভিশন চালু হওয়ার পর হেড কোয়ার্টার থেকে ভাঙড়ের দূরত্ব এবং এখানকার রাজনৈতিক পরিস্থিতি বিচার বিবেচনা করে একটি গোয়েন্দা ইউনিট খোলার কথা ভাবেন পুলিশ কমিশনার।

    সেই মতো সরকারি অর্ডারও প্রকাশিত হয় লালবাজারের তরফে। ইতিমধ্যেই ভাঙড়ের জন্য ওই ইউনিট কাজ শুরু করেছে। যে ইউনিটের মাথায় থাকছেন জয়সূর্য মুখোপাধ্যায় (এসিপি), সুষম মিত্র (ওসি)। এ ছাড়া চারজন অফিসার ও আট জন কনস্টেবল এই ইউনিটে কাজ করছেন। এঁদের কাজ হলো ভাঙড়ের সমস্ত অপরাধীর তথ্য তালাশ করে তা পর্যালোচনা করা।

    পাশাপাশি এলাকায় সোর্স নেটওয়ার্ক বাড়ানোরও কাজ করবেন তাঁরা। ভাঙড়ের সঙ্গে লালবাজারের নিয়মিত সমন্বয় রেখে চলবেন তাঁরা। এলাকায় কোনও ঘটনা ঘটার আগে কী ধরনের আগাম সতর্কবার্তা নেওয়া যায়, তার রূপরেখা তৈরি করবেন তাঁরা।

    সম্প্রতি উত্তর কাশীপুর থানা এলাকায় গুলি চালিয়ে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়। সেই ঘটনায় অভিযুক্ত দুই যুবকের এখনও কোন সন্ধান পায়নি পুলিশ। তারপরই গোয়েন্দা দপ্তর তৎপর হয়েছে ভাঙড়ে একটা অফিস তৈরির জন্য। আপাতত পূর্বতন কাশীপুর থানার পুরোনো বিল্ডিংয়ে একটি অফিসে কাজ চলছে।

  • Link to this news (এই সময়)